জ্ঞানের পুজায় জ্বলে আলো, হৃদয় জাগে গান,
মায়ের আশীর্বাদে মেলে চিরপ্রজ্ঞাবান।
অজানার দ্বার খুলে দেয় পাণ্ডিত্যের ধারা,
অন্ধকারে দীপ্ত তারা, জয়ের জয়ধ্বনি সারা।

তত্ত্বে যাঁর প্রেম, ধ্যানে যার চরণপথে ধ্যান,
তিনিই আনে ত্রিভুবনে জ্ঞানের অপার জ্ঞান।
সত্য-সুধা পান করে যে গগনে তোলে দৃষ্টি,
তার স্বপ্নে জাগে তত্ত্ব-রথ, গড়ে ন্যায়ের সৃষ্টি।

কে না চায় সে বোধশক্তি, মহাবুদ্ধির তীর,
অজ্ঞতার বিষ মুছে দিক সে জ্ঞানের এক নীর।
অন্যায় আর মিথ্যার ছায়া যাক যেন মুছে,
ধারালো জ্ঞানে কাটুক সে—অন্ধকূপের পুঁছে।

বীণাপাণি, হে বিদ্যাদায়িনী, করুণা করো প্রাণে,
তুমি সত্য, তুমি সৎ, তুমি মম চিন্তায় আনে।
অসাধুর বিষ ঢেকে যাক সত্যের প্রেমপটে—
জ্ঞান-সূর্যে হাসুক আবার ধরণী ঘুমভাঙতে।