ওহে সুহাসিনী
তুমি শুনে নিও!
আমি তোমাতেই মনহারা,
আমার রাজ্য তুমি সেরা,
তোমার প্রতি কি-যে মায়া!
প্রতি ক্ষনে অনুভব করি অদৃশ্য এক ছায়া।
বসন্ত বাতাসে,
পড়ন্ত বিকেলে,
স্বপ্ন হয়ে এলে..
কেনো চলে গেলে?
অবুঝ মন ব্যাকুল হয়ে,
খুঁজে যাচ্ছি তোমায়,..
আর যে কত দিন?
আর যে কত কাল?
রাখবে মোরে অবহেলায়!
তোমার বিরহে,আজও আমি দাড়িয়ে,
স্মৃতি গুলোকেই জড়িয়ে;
শুধু অপেক্ষা করে যাই,
এই অপেক্ষার শেষ কবে হবে?
আমি তা জানতে চাই।
ভোরের স্নিগ্ধ আলোতে তুমি কি আসবে একবার আমার হয়ে?
তোমার কৃষ্ণচূড়া ফুল হাতে নীল শাড়ী শরীরে জুড়ানো অবস্থায়,
শেষ বারের মতো দু’চোখ ভরে দেখিবো তোমায়?