জীবনের প্রথম সুবাসিত স্পর্শে,
ফুটেছিল গোলাপ, মনের আকাশে।
গোধূলি রঙে জড়ানো সে মায়া,
হৃদয়ের কোণে জাগাল ভালোবাসা।

ঝরে গেলেও রইল তার ঘ্রাণ,
স্মৃতির ক্যানভাসে আঁকা সেই প্রাণ।
নিটোল হাসি, অনিন্দ্য মুখ,
মনে রেখেছে সময়ের বুক।

কথা না বলেও বোঝা যে যেত,
তোমার নীরবতা স্বপ্ন বুনত।
অপার্থিব এক শিহরণে মুগ্ধ,
তোমায় দেখেই ভাষা হয়ে স্তব্ধ।

আজো নিঃশ্বাসে খুঁজি তোমায়,
স্বর্ণালী সন্ধ্যা ডাকে আমায়।
তুমি ছিলে আমার হৃদয়ের আলো,
ভালোবাসা ছিল অপরূপ ভালো।

গোলাপ হয়ে ফুটেছিলে জীবনে,
মায়ার ছোঁয়া দিয়েছিলে প্রতিক্ষণে।
তোমার ছায়ায় আজো বাঁচি,
তোমার স্মৃতিতে মন ভাসাই।