যখন তুমি ছাদে এসে চুল শুকোতে বসো,
বাতাস বয়ে আনে সুর, যেন চন্দন-গন্ধ ভাসো।
রোদের আলোর ছোঁয়ায় তোমার মুখের ঝলক,
স্বপ্নজুড়ে ছড়িয়ে পড়ে রূপের আলোক।
আমি জানলার পাশে চুপটি দাঁড়িয়ে,
তোমার ছোঁয়া খুঁজি মনে আঁকিয়ে।
হৃদয়ের গহীনে বাজে এক সুর,
শুধু তোমার নামে, নিখাদ মধুর।
আকাশের মেঘ হাসে রঙিন ইশারায়,
তোমায় ছুঁতে চায় মনেরই পাতায়।
আমারও ইচ্ছে হয় ছুটে যাই,
তোমার দুটি চোখের আকাশে হারাই।
প্রিয়তমা, কবে কাটবে এই দূরত্বের দিন?
মুঠোফোনের কাঁচে কি ভালোবাসা হয় বিলীন?
এসো এক বিকেলে, হাতে হাত রাখি,
ভালোবাসার গল্পে যুগল সুর বাঁধি।