রাত পোহালেই ভোর হয়,
কিন্তু আমার ভোর কেবল তখনই আসে—
যখন তুমি চোখ মেলে তাকাও আমার দিকে।
পথে পড়ে আছে শুকনো পাতার মত
আমার দিনগুলো—
তুমি আসবে বলে জমিয়ে রেখেছি সব রঙ।
হাতের মুঠোয় গোলাপ, বুকের ভেতর কাঁপুনি,
প্রতিদিন আমি অপেক্ষা করি—
তোমার একটুখানি ‘চলো’ শব্দের জন্য।
আকাশে মেঘ জমলে যেমন বৃষ্টি চায়,
আমার মনও তেমনি তোমায় চায়।
তুমি জানো না,
কত কবিতা মরে যায়—
তোমার স্পর্শ না পেয়ে!