গোলাপ হাতে আজও আমি, দিই না কোনো হাল,
হৃদয়ে বাজে তোমার নামে নিঃশব্দ প্রেম-রাগাল।
শূন্য গলির সন্ধ্যা আমার নিঃসঙ্গতার গল্প বলে,
তবু আশা বাঁচিয়ে রাখি, তুমি আসবে একদল হালে।
বাতাস ছুঁয়ে যায় চুলগুলি, যেমন তুমি ছুঁতে,
স্মৃতিরা আজ শীতল হয়ে বুকের ভেতর পুতে।
পাপড়িরা সব কাঁপে কাঁপে, বলে না কোনো কথা,
তবু বুঝি, তোমার ছায়া ফিরবে কোনো প্রভাতা।
চাঁদের আলো নিভে গেলে তারা দেয় যে ডাক,
তেমন করে তোমায় চায় আমার প্রতিটা ফাঁক।
পথের ধারে জেগে থাকি, সুর কাঁদে মৃদু,
তুমি এলে বুঝবে প্রিয়, কতখানি বিধু।
চোখের জলে ভেজা রাত্রি, কাঁপে হৃদয়জুড়ে,
তবুও আশা একটুকু প্রেমের নামেই ঘুরে।
তুমি আসো, এই গোলাপে প্রাণ ফিরে আসুক,
তোমার হাসি আমার বুকে চিরকাল বাসুক।
তোমার হাতে দিলে যদি এই গোলাপের মালা,
ভালোবাসার অক্ষরগুলো গাঁথবো একে একে জ্বালা।
আর যদি না ফিরো তুমি, পথ থাক প্রেমে খালি,
আমি থাকবো, গোলাপ হাতে—অপেক্ষারই কাব্য লিখে চলি।