সে নূর কী বুঝবে,
যে প্রতিদিন আলোয় জেগে ওঠে…
সে কি কখনো দেখেছে
আমার হৃদয়ের অন্ধকারে জ্বলতে থাকা দীপ?
আমি তো নীরব,
তবুও প্রতিটি কথায় তারই নাম বাজে…
আমি তো বিষণ্ন,
তবুও চোখে শুধু তারই ছবি আঁকা থাকে।
লোকজন ভাবে—
এ শুধু একাকীত্বের গল্প,
তারা জানে না,
আমার নিঃসঙ্গতার মাঝেও
প্রতি রাতে এক সেজদা হয়—
তার জন্য,
যে আল্লাহর মতো অনুভব হয়,
তবুও কোনোদিন সামনে আসে না…