তুমি নেই, তবু শব্দেরা আজও খোঁজে তোমাকে,
আমার কবিতার পৃষ্ঠাগুলো বোবা হয়ে আছে,
যেন তুমি বলবে, "ফিরে এসো,"
আর আমি বলবো, "আর পারছি না!"
তুমি নেই, তবু প্রতিটি সন্ধ্যা
তোমার ছায়া হয়ে নামে আমার জানালায়,
আমি বারবার হাত বাড়াই,
কিন্তু শূন্যতাই শুধু ছুঁয়ে ফিরে আসি।
তুমি নেই, তবু আমি আছি,
একা, বৃষ্টি ভেজা এক বিষাদগ্রস্ত কবিতা হয়ে,
যে প্রতিটি শব্দে শুধু তোমারই নাম খোঁজে।