আজ বিশ শতকের সমাধির পরে,
বড় বিস্ময় জাগে মনে;
কিভাবে মানুষ হানছে আঘাত
আজও নিষ্পাপ শিশুর প্রাণে?
বলেছেন রবি, 'বয়ে যাবে কাল,
মুছে যাবে যত গ্লানি অভিমান,
সাম্রাজ্যবাদীর হাত ধরে'
কিন্তু কেন আজও তাহা বর্তমান?
চলে গেছে তারা, বয়ে গেছে কাল,
কিন্তু হয়েছে কি সমাধান?
স্বদেশী আমি, তবু প্রবাসী লাগি
নেই কেন ঐক্যতান?
আনিতে স্বরাজ রক্তে রাঙা,
যাদের দুঃসাহসিক অভিযান;
অপূর্ণ কেন? আজও তাদের
কাঙ্খিত আশা অভিমান?


অনা সৃষ্টি যত দুর্নীতি করছে সৃষ্টি,
ওই শোষক পুঁজিবাদ;
গণতন্ত্রের নামে করছে শাসন
যেন এক নয়া সাম্রাজ্যবাদ!
মেতেছে ওরা ভাগ বাটোয়ারায়:
হয়েছে বাজারে কৃত্রিম অভাব;
ধুঁকছে সমাজ আজও অন্নাভাবে
মন্ত্রিসভায় চলছে তবুও বিরিয়ানি কাবাব!
আসিছে আরবার গদি রক্ষার লড়াই,
চারিদিকে শুধু ঘুষ আর ঘুষ!
ভাই আজ ভাইকে পেটায় পাছে ঘুষ খেয়ে,
থাকেনা মোদের হুঁস!
শুধু কি তাই? আছে চাটুকার,
স্বার্থান্বেষী কত তেলু ধান্দাবাজ;
তোষামোদকারী ওরা নেতার কাছে
দুটো রোজগার ওদের কাজ!


বন্ধু গো! তুমি অন্ধ আজ,
ওই ষড়যন্ত্রকারী বড় ফন্দিবাজ;
স্বার্থ লোভের আশায় হাতিয়ার করে
বানিয়েছে তোমায় বোমাবাজ!
অশুভ স্বার্থের জাল করেছে সে বিস্তার
অতি সুনিপুন হাতে;
সম্মুখে প্রতিশ্রুতি আর ভাঁওতা দিয়ে
মারে সে তোমায় পশ্চাতে।
শত ধান্ধাবাজ ধর্মকেও আজ কলুষিত করে,
স্বার্থের ঘা মেরে;
উন্মাদপ্রায় ভীরু ধর্ম ভাই
সাবাস জানাতে জোরে হাততালি মারে!
সইতে নারি, আমি কণ্ঠ ফেড়ে বলি,
তবে একি ভন্ডামি?
প্রিয় বলে,শয়তান! তুমি ফান্ডামেন্টালিস্ট?
জুড়েছ বড়ই নষ্টামি!


থাক যত তুচ্ছ বিষয়-
এসো বন্ধু দুটো মনের কথা কই।
একী! স্বার্থের ঢেউ আজ হৃদয় তটে?
তবে মানুষ যেন মোরা নয়।
ধর্ম? জানি তাঁর পবিত্রতা
ভালোবাসি তোমায় মনে তা প্রমাণ
হীন স্বার্থের আশায় ভুলিবো বন্ধু?
তবে রবে না যে ঈমান!
বন্ধু, জীবনে কি পাই-
পরোয়া তার কিছু না করি--
শুধু প্রার্থনা করি-
হীন স্বার্থের বিনাশ দেখে আমি যেন মরি।


৮ অগাষ্ট ২০১৩
তেঘরী