আমাদের প্রত্যেকের জীবনে এক একটি গল্প থাকে
এই গল্প থাকে জীবনের প্রিয় কোন মানুষকে নিয়ে
এই গল্পকে ঘিরেই আমরা স্বপ্ন দেখি
স্বপ্ন দেখি বেচে থাকার, ভালোবাসার


জীবনের একটা সময় আসে
যখন গল্পের মানুষটি হারিয়ে যায়
ভেঙে যায় স্বপ্ন,ভেঙে যায় হৃদয়
রয়ে যায় শূন্যতা, আর হাহাকার !


কেন এমন হলো? কি দোষ ছিলো?
কিসে কমতি ছিলো? কেন ভেঙে দিলো?
প্রশ্নবিদ্ধ জীবন! জীবন যুদ্ধে হার
এসব প্রশ্নের উত্তর পাওয়া ভার!


এবার নাহয় আমিই বলি!
জীবন আমার কেন অন্যের হয়ে চলি?


জীবন যুদ্ধে হারবো না কভু আর
হয়তো শিখবো নাহয় জিতবো
যতবারই ভেঙে পড়বো
ঘুরে দাঁড়াবো বার বার !


অন্ধকার কেটে আলো আসবে
জীবন আমার আবার হাসবে
আবারো আমি স্বপ্ন দেখবো
স্বপ্ন দেখবো আবার, বেচে থাকার!