আজ ভীষণ একা লাগে, তুমি নেই বলে
মায়ার বন্ধন ছিঁড়ে, গিয়েছিলে চলে


ঐ আকাশ আর ভালো লাগে না
আকাশের চাঁদও আর জোছনা ছড়ায় না


আগের মতন গান গাওয়া হয়না
সুরে সুরে ও তোমাকে পায় না


আমি আছি আগের মতই
অগোছালো জীবন ততই


যে মন গিয়েছিলো ভেঙে
তাও আর জোড়া লাগে না


সময়ের স্রোতে জীবন যায় কেটে
নতুন করে স্বপ্ন আর দেখি না


ঝরনার ধারে বসে থাকি, নদীর পাড়ে ছবি আঁকি
যতই থাকুক ক্ষোভ আর যন্ত্রনা, আমি আর কাঁদি না


শেষ বারে তোমায় দেখা,দেখেছিলে হাতের রেখা
বলেছিলে সেদিন যাবেনা কভু, আমায় রেখে একা


স্বপ্ন আর দেখি না, প্রাণ খুলে হাসি না
জীবন যুদ্ধে একা আজ, কেন এত উপহাস?


তবুও জীবন যাচ্ছে কেটে...
শেষ হচ্ছি তিলে তিলে


তুমি নেই বলে, তুমি নেই বলে, তুমি নেই বলে