নারী তুমি সাহসী মহিয়সী চির বিস্ময়কর,
নারীবাদী নিজেকে প্রমাণ করতে গিয়ে মেরে ফেলেছো কত নর।
নারী তুমি উচ্ছাসি উল্লাসি হাসি তামাশায় ঘেরা,
পাগলী ছেরি হৃদয় ভেঙে মেরে ফেলেছো কত ছেরা।
নারী তুমি অজ্ঞানী সজ্ঞাণী আছে তোমার জ্ঞান হুশ,
হাই হিল আর আঁচলের ধামা চাপায় মেরে ফেলেছো কত পুরুষ।
নারী তুমি দামী মূল্যবান অমূল্য সোনা-রূপায় তোলা,
ভলক্যানো তুমি নারী তোমার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কত পোলা।
নারী তুমি মৎস্যকন্যা কাঠুরিয়ার সেই পরী, সেই জল দেবী যাকে খুঁজে পেয়েছিলো জেলে,
প্রেমের বার্তা নামে তোমার মৃত্যু কবিতা পড়ে প্রাণ হারালো কত ছেলে।
নারী স্বাধীনতার প্রতীক আকাশ জুড়ে তোমার ডানা তুমি আর তোমার পালক,
তোমারই আশাতে আজও রেলস্টেশনে বসে মৃত্যু ঘুম ঘুমাচ্ছে কত বালক।
নারী তুমি বাতাসের অণু তুমি আকাশের তারা যাকে করা যায়না শুমার ,
তোমার জন্য রাক্ষসের সাথে লড়াই করে মরলো শত কুমার।
নারী তুমি সুন্দর তোমার ময়ূরের ন্যায় ঠেঙ তোমার কালি মাখা চোখ তোমার দাঁতগুলো সব পোকরা,
ছলনাময়ী তুমি নারী তোমার জন্য দড়িতে ঝুললো কত ছোকরা।
নারী তুমি নারীবাদীর কথা বলে চুপ করিয়ে দেও বলে যাও এটা সেটা,
ছলনার দোষগুলো ঢেকে রাখো তুমি আজ অসহায় হয়ে পড়েছে বেটা।
নারী তুমি না মেলানো অঙ্ক যত মিথ্যে রসায়ন সব ভুলভাল সূত্র,
নিত্য দিনই নারীবাদীত্বর কথা বলে খুন করে যাও খুন হয়েছে তোমার হাতে অগণিত পুত্র।