আমি দুস্থ আমি অবিচার
আমি পরাজয় শিকার করা বাদশাহ্,
আমি তুর্য আমি তুচ্ছ
আমি নিজের আকাশেই আবছা।
আমি ক্ষিন আমি ঘৃন
আমি মূর্ছে যাওয়া সেই তৃন,
আমি উচ্ছাস আমি উল্লাস
আমি নিজের মনেই মৃণ।
আমি কাঙাল আমি চিৎকার
আমি কটূক্তি নামে ধিক্কার,
আমি সিংহাসন থেকে বিতাড়িত রাজা
এখন পথ ধরেছি ভিক্ষার।
আমি অগ্নি আমি হিমালয়
আমি রোদের মাঝে বৃষ্টি,
আমি ছুড়ি নই আমি তরবার
আমি নিজে এক অনাসৃষ্টি।
আমি যোদ্ধা আমি রণক্লান্ত,
আমি বিশ্বাস আমি বিভ্রান্ত।
আমি এক আমি বহুশির,
আমি নিজের বেগেই বেগধির।