আকাশ আমার নীল অগোছালো,
সাদা মেঘের ভেলা আর চোখ ধাঁধানো আলো।
জমিনের মানুষের জীবন হাল যে কালো,
তার চেয়ে আমার আকাশ মস্ত গুনে ভালো।


আমার পিঠে জিব্রাইলের ডানা,
আমার আকাশে আমার উড়বার নেই যে মানা।
আমার আকাশের গন্তব্য অজানা,
আর তোমার অন্ধকার দুনিয়ায় সব বধির আর কানা।


আমার আকাশ দিগ্বজয়ী দিগন্ত নীল,
তোমার দুনিয়ায় নর্দমায় ঢাকা ঝিল।
আমার আকাশে উড়ছে গগনচারি উড়ছে চিল,
তোমার দুনিয়ার খুনি সব, মারছে ঢিল।


আকাশে আমার রঙের ছড়ি,
স্বাধীনতার হাতে খড়ি।
পায়ে শিকল হাতে দড়ি,
তোমার নষ্ট পৃথিবীতে আহামরি।


তোমার দুনিয়ায় সময় থামেনা,
আমার আকাশে যেনো আধার নামেনা।
আমার আকাশে কতো বৃষ্টি হয়েছে তা কেউ জানেনা,
আমার রঙিন আকাশ যে এতো নীল তা তোমার বেরঙিন দুনিয়া মানেনা।


অন্ধের দুনিয়া ছেড়ে আমার আলোর আকাশে এসো,
ভাঙ্গা তরী ছেড়ে আমার মেঘের ভেলায় ভেসো।
আমার আকাশও হাসিতে ঘেরা যেনো তোমার দুনিয়ার ড্রামাটিক শো,
আমার আকাশ কতটা রোমাঞ্চকর দেখে নিও তার শেষও।