কেউ জানেনা ভিতরে কে মরা।
কেউ জানেনা কে হাতের নাগালে, কাকে যায়না ধরা।
শুধু জীবিত হাসি খুশি লাশ ঘুরে বেড়ায় আমাদের চারপাশে,
মরে পচে যাওয়া আত্তা রয়েছে তাদের মাঝে,
কারো বুক ব্যাথা করে ওঠে বাম পাশে।
কেউ কেদে চোখ ফুলিয়ে ফেলে সকাল দুপুর সাঁঝে।
কেউ জানেনা ভিতরে কে একা।
তিন জনের সাথে কাধ মিলিয়ে হেঁটে বেড়ানো যাযাবর,
কেউ জানেনা তার পরিচয়।
কেউ জানেনা প্রেমে ব্যার্থ হৃদয়ের গল্প।
চোখ গুলো জীবিত প্রায় কিছু স্বপ্ন বেচেঁ আছে,
তবুও বুজে আসে, ক্লান্ত প্রায়।
কেউ জানেনা কাউকে,
শুধু নাম ধরে বেচেঁ আছে সব সেই নামেও নেই নিজেদের অধিকার।
কেউ জানেনা কার মন কত গভীর।
কেউ জানেনা রাগের পিছনে লুকিয়ে থাকা গ্লানি,
কেউ জানেনা অভিমানের পিছনে স্বার্থপরতা,
কেউ জানেনা অবহেলার আড়ালে ভালোবাসা।
উল্লাসে মেতে থাকা দুঃখী মানুষ,
কেউ জানেনা তার বেদনা ব্যাথা,
কেউ জানেনা।