মেঘ জমেছে আকাশের পানে
শ্রাবণ ডাকছে আয়,
অনুভূতি সব উড়ছে আনমনে
মায়াগুলো চলে যায়।


বৃষ্টিভাবাপন্য শহর কাঁদবে
সূর্য হারিয়ে কই,
রাস্তাগুলো জলে একাকার ডুবে
চারদিকে পানি থই থই।


রিকশাগুলো থেমে আছে আড়ালে
চালক ধরেছে গান,
কফি হাতে বারান্দায় বৃষ্টি শোক দেখা বালকের
মন করে আনচান।


বেখেয়ালি মনে কবিতা লিখে যায় কেউ
কেউবা আঁকে ছবি,
কেউ কেউ নাহয় চায়ের চুমুকে ব্যস্ত
কেউ কেউ অবেলার কবি।


টঙের দোকানে ভিড় জমেছে
ব্যস্ত মুখরোচক এর দোকান,
শেওলা জমেছে জানালার আড়ালে
পিছলে রয়েছে শোপান।


বর্ষার দুপুর কাঠপোড়ানো
হঠাৎ রাতে বৃষ্টি নামে,
জলকন্যাগুলো জমিনে নেচে বেড়ায়
যে পর্যন্ত না বৃষ্টি থামে।


ব্যস্ত শহর থমকে রয়েছে
সবাই ছায়ার আড়ালে,
আমি নাহয় আমার ছন্দ শেষ করবো
তুমি পাশে এসে দাঁড়ালে।