কি যেন কথা ছিলো!
পাশে থাকলে সৃজনের সুজন হবো,
মনের ঝড়ে আমরা আজ সবাই একা
বিশ্বাস রাখো, নীল পদ্মের অভিমান দেবো তোমায়।
চোখের গভীরতা দেবো তোমায়-
ডুব সায়রে তৃষ্ণার আজন্ম আলীঙ্গন নতজানু হবে,দেখে নি-ও...
তুমি নুইয়ে পড়লে আমিও তার প্রতিশোধ নেবো,
নষ্ট করবো একটা একটা দিন, রাত্রি, মাস, বছর!
স্মৃতি আগলে বসে থাকবো ভীষণ রকম নেশায়,
চোখ লাল হবে কিন্তু কাঁদবো না!
না - না!
কি আর হবে? এতটা না ভালোবাসলে?
কি-ই বা হয় এতটা ভালোবেসে?
আয়না, বালিশ, চাদর,বিছানা বিরক্ত হয় নোনা জলে-
শুতে কষ্ট হয়, ঘুম ছুটে যায়-
বড্ড যাতনা বুকের বাঁ- পাশে,
দুমড়ে যাবো, মুচড়ে যাবো-
শ্বাসে কষ্ট বাড়বে -
তবুও তোমায় আর মনে করবো না,
মনে রাখবোই না,
কি আর হবে!
আকাশ দেখবো না, গান শুনবো না, সুর তুলবো না, সূর্য দেখবো না -
মাধবীলতা বেলকনিতে শোকাবেগে শুকিয়ে যাবে,
চায়ের কাপ একাই ধোঁয়া তুলে বসে থাকবে
অবহেলায় ঢলে পড়বে,
কংক্রিটের সীমানা বুকে ঢুকে পড়বে!
একদিন আকাশের ভীষণ ক্রোধ আর মন খারাপ হবে,
আর আমি তার সাক্ষী হবো,
কি আর হবে?
কি-ই বা আর হবে?
তুমি অভিমানে রোদ্দুর ঢাকলে আমিও.....
°°°°°°°°°°°°°°°°°°°°°
✍️ রীতার কলমে।