তুমি কখন আসবে?
ঘুম কাড়বে অহর্নিশ। ঝর্নার মত দস্যি হবে,মাখবে ভালোবাসার গন্ধ।
তুমুল বৃষ্টি হবে সেদিন,অভিমানে অন্ধকার হবে তোমার অহংকারী বোঝ!
আড়াই হাজার মাইল পেরিয়ে
পিছল হবে পিচ।
তোমার শরীর ভিজবে রৌপ্য স্নানে।
মৌন পাহাড় সাক্ষী হবে শূণ্যতার নিস্পৃহ সহিষ্ণুতার,
কাছে আসবে, পাশে বসবে,হাতে হাত রাখবে--
ভেসে যাবে মন নিস্নান শূন্যতায়!
আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে ধরবে নীল ধোঁয়ার কুণ্ডলীটা -
ভায়োলিনে সুর ঝড় তুলবে...
বৃষ্টি বুঝি এলো এলোমেলো ল্যাবরেটরিতে,
কাছে আসবে,  ভালোবাসবে----
তটতল তরুণ তরল সীসা বহন করে নিয়ে যাবে অনন্ত অস্থি,
অচিন ঘাটের নৌকা গুনগুনিয়ে কেঁদে উঠবে,গাইবে তোমার না ফেরার কথা! সে এক বিষম ব্যাথা-

তবুও তুমি আসবে, ভালোবাসবে...
ধুলো মাখবো, পূর্নতা পাবে তুমি..স্পর্শ পাবে বসন্তের পূর্নিমা।

হঠাৎ থেমে যাবে তোমার লাল রঙ, শখের অনুরাগে বিবাগী ঘুন ধরবে, অপ্রত্যাশিত উপন্যাসের খোঁজে আগুনে খানিক পুড়তে তুমি ফের রাঙামাটি হবে, লাজে ভরবে ওষ্ঠপুট, নিপুন ভাবে আঁকবে বড়শিগাঁথা।
তবুও তুমি আসবে....
ভালোবাসবে............

✍️রীতার কলমে
@highlight #friends #followers