ঘরে ফেরার পর
জলের ঘ্রাণ পাই
বৃষ্টির ছোঁয়া
আম পাতার সবুজ
চাঁদমাখা ছায়া
এরা সকল  
সবাই মিলে
আমায় অস্থির করে  
বুঝতে পারি এদের কথা
এদের আনন্দ বেদনা
তাড়িত করে ইহকাল পরকাল
এরাই আশৈশব আমার এবস্ট্রাক্ট
কেননা সোঁদা মাটির ধোঁয়া
সিক্তবসনার লাজুক ঠোঁট
ভিন্ন মাথায় কিছু ঢোকে না
হয় সেটা বেশী সরু
অথবা মাথাটাই বেশী মোটা আমার -
হয়তো !