এই এক অসুখ হয়েছে বিগত কয়েক মাস -


বাঘের বাচ্চা মাস্টারমশাই নীরদবাবু
নাকি কি জানি কি নাম তাঁর ,
সরু বেত নাচের ভয়ে বলতাম
এক দশ নয় এগারো পাঁচ আটে পঞ্চাশ ।


এখনো কি রমা নদীর পাড়ে মাসীর সাথে
বুনো কুল কুড়োতে যাস !


বাঘের চোখে বেত আস্ফালন
হাঁটুর নিচেকার মাংসে
অংকে নাই মন
হতচ্ছাড়া সে
এক  থেকে দশের নামতা মুখস্ত চাই
নইলে তোর আলগা হবে হাড়মাস !


তোর পিঠে  কি এখনো চ্যালা ভাঙ্গে মা
কাল পিঠ দেখাবি গোপনে রমা
খানিক থুথু লাগিয়ে দেব নরমে
কালশিটে না কি তাতে ভাঙ্গে আরামে ,


চোখে একদা রক্ত জমেছিল ঠান্ডায়
রানার মায়ের ভরা বুকের ধারা নিয়েছিলাম
বিস্ফারিত চোখে সেই পত্থম হারা !


রমা কি এখনো সাঁজি হাতে শিশিরে কুয়াশায়
মাঘী পঞ্চমীর ভোরে ফুল তুলতে যাস ?
হাত দেখাবি আমায় পরাগমাখা বাস !


এই এক অসুখ হয়েছে বিগত কতক মাস -