বসে আছি একা বাঁশ বাগানের ভেতর
কানামাছি গলির মুখ বরাবর
বেগুন ফলা জমির গোলকধাঁধায়
জোরা আধার
জোনাকি জ্বলে শ্লেষ্মা-উদ্গিরণ
একা
খুব একা
বাঁশের বাগান
কানাগলি
বেগুনখেত
আমি আর আমার জোনাকি


অনৈচ্ছিক ক্রিয়ায় যে উদ্গিরণ
মধু হলেও হতে পারে তা
বমি হলেও বা দোষ কি !