ঝম্ ঝম্ বর্ষণ নয় গো
ইচ্ছে করে ইলসেগুড়ি ঢঙ্গে
ভিজিয়ে ভিজিয়ে পাহাড়চুড়ো থেকে
উপত্যকা বেয়ে পাদদেশ ভেজাতে ভেজাতে
নিজেই ভিজে যাই


বেদম তুফান নয় গো
ইচ্ছে করে ঝটকা হাওয়ার ঢঙ্গে উড়িয়ে উড়িয়ে
তার আঁচলের ঘুড়ি ওড়াতে ওড়াতে
নিজেই কখন উড়ে যাই বেমালুম


তীক্ষ্ণ কাঁটা নয় গো
ইচ্ছে করে চোরকাঁটা ঢঙ্গে পাড়ে পাড়ে বিঁধে
সমস্ত মন তার কাঁটায় টেনে তুলি
ইচ্ছে করে হাওয়া হই বাতাস হই
পায়ে পায়ে শিশির ছুঁয়ে বৃষ্টি হই
স্নানঘরে চোখ বুজে ঝর্ণা হয়ে রই
তারপর সব স্মৃতিগুলো নিয়ে
একে একে প্লেটোনিক কাব্য করি


আর নিজেই ভিজে যাই চমত্কার
এবং বারংবার -