অতঃপর লক্ষণ হলেন সেনাধ্যক্ষ : যুক্তি ছিল এই ,
তিনি ততটা ধার ধারেন না রণনীতির
অতিবিশ্বাসে তোষামোদ করবার জন্যই
ভরতের পশ্চাদ্দেশ পদতাড়িত হল এবং
শত্রুঘ্ন বালখিল্য হওয়ায়
লঙ্কাগত কিশোরী পরিচারিকাগণের সঙ্গে
রসে প্রমোত্ত হলেন ;
গোদার মাথায় তৈলমর্দনের নীতি অনুসারী
সুগ্রীব অর্থ , বজরঙ্গবলী প্রতিরক্ষা ,
বুদ্ধিমান অঙ্গদ দপ্তর -বিক্রয় দপ্তর এবং এইরূপ
একাদিক্রমে মন্ত্রীমন্ডলে সকল কপিসেনার নিযুক্তি
পর্যায়ক্রমিক সুনিশ্চিত হলে
রাম বনবস্তীবাসিনী সীতাকে বিস্মৃত এবং
সিংহাসনারূঢ় হলেন পর


চম্পূকথা অপ্রণিধানযোগ্য হলে তদ্রূপ
কবিগণ গণসমাজে অনাদৃত হয়েই থাকেন ।।