বাইশগুড়ি তল্লিগুড়ি বা বেসরা -তিকরিতের চিত্রে
এখন একটাই দমচাপা রং
সমান্তরাল ছুটে বিধ্বস্ত নদী , বোমামানুষের গন্ধে
দুপুরের সন্ত্রস্ত কাক স্বপ্ন ভুল করে -
হাঁপড়ের শ্বাস বুকের মুঠোয় নিয়ে
বুড়ি বেরিয়ে পড়ে বিশ্বময় -
বিশ্বময় লড়াই লড়াই খেলায় দুপুরের বিষন্ন কাক
বাংকার খোঁজে বা নিরাপদ কোনো অন্তরাল -
বুড়ি খোঁজে যৌবনের ফেলে আসা দিন -


এখানে সবটাই চাঁদমারীর শব্দচিত্র
বাইশগুড়ি তল্লিগুড়ি বা বেসরা -তিকরিতের মতো,
অন্তত কিছুটা শীতল বাতাস চাই -
যা জুড়িয়ে দেবে আজ
এবং অমানুষিক আগামীকাল --