আলু দেড় কিলো ১৭ টাকা
ঝিঙ্গে এক কিলো ২০ টাকা
বেগুন ৫০০ গ্রাম ১২ টাকা
শুকনো লংকা নয় -বাদ
হলুদটা তো সবেতেই দিতে হয়
আর নুন বিনে সবই বিস্বাদ
আদা ৫০ গ্রাম ৫ টাকা
পেঁয়াজ এক পো , সস্তা হলে ৫০০
রসুন গোটা দেখে ৫০ গ্রাম
কচু দেখেশুনে ১ খানা মুখে ধরে না যেন
শাগ দরকার নেই
কলা ১ পানা
লেবু এক হালা ১২ টাকা
মূলো এক মুঠো ১০ টাকা
লালশাক ৫ আঁটি ১০ টাকা
গন্ধ গন্ধ কাটাপোনা দরকার নেই
বরং তাজা চারাপোনা ৩০০ ; ৬০ টাকা
পান এক পো ১০ টাকা চুন এক পাতা ১ টাকা
গামছা ৪ হাতি ৬৫ টাকা
ব্যাটার গেঞ্জি ৯০ সাইজে ৭২ টাকা
ছেলের মায়ের একখানা : না থাক
নিজেই কিনে নেবে


এ রামোঃ
এ কোন ফর্দটা দিয়ে ফেললুম
না হয় আজ এটাই ছিল
অন্য দিন অন্য কোথাও অন্য কিছু হবে !