ফুরনোর গল্প লিখতে ইচ্ছে করে না বন্ধু


নটে গাছের জন্মের কথা লিখবো
তার শিশুকাল আর যৌবনের ইতিহাস লিখবো
লিখবো পরাগ থেকে শিশজাতকের কাহিনী
তার সৌরভের বিস্তার
বর্ণমালার সম্মোহন
অশেষ প্রান্তরে একলা অশ্বত্থের দুর্মর উদযাপন
এক সাহসী উত্থানের গল্প শোনায় -
সেই সব ভাষা লিখবো ;


মুড়িয়ে যাওয়া তো অঘটন নয় কোনো
উদার আলো
চারদিক খোলা বাতাস  
বসন্তের বর্ষণে মুকুলের আমোদ
ঘরকুনো বনসাঁইয়ের মুখ বাতায়নে
এদের ভূগোল লিখবো
বানের জলে ভেসে যেতে যেতে পিঁপড়েদের
দৃঢ়তার বিজ্ঞান লিখবো


ফুরনোর আগে ফুরনোর কথা ভাবতে চাই না বন্ধু !