গঙ্গার কথা সারা বছর মনে পড়ে কই ! ঝিঞ্চাক আর লারেলাপ্পাতেই কেটে যায় সময় । তবু মন্দের ভাল , বছরে এই একটা দিন দেয়ালে টাঙ্গানো ছবি নামে , ঝুল ধুলো বালি ঝেড়ে ফুঁকে ঝকঝকে করে একটু সংস্কৃতিবান । সমস্যা , সারা বছর নিরিবিলি পেয়ে নিঃসঙ্গ ফ্রেমটাকে ঘুণে ধরেছে , আসন পেতে টেবিলে সাজাতে গিয়ে , ফ্রেমটা আর নেই । বছরভর অযত্নে বোধহয় গোসা হয়েছে তাঁর । লজ্জা পাই । জানি , তিনি তো আমাদের অহঙ্কার , আমাদের সকলের গর্ব ।
খুব যত্নে তাঁকে টেবিলে বসিয়ে ফুল আর ধুপের গন্ধে ভুলে যেতে চাই যে , সারা বছর তাঁর কোন যত্ন করি নি ।
আজ গঙ্গা জলেই গঙ্গা পুজো করে শ্রদ্ধাঞ্জলী দিলাম ।
আবার কবে ? বছর পরে !