উত্তরে আমাদের হাওয়া বাড়ি , দক্ষিণে জলের আশ্রয়
যেতে হলে দুর্গা লক্ষ্মীদের দাওয়া ছুঁয়ে যেতেই হবে
এমন কোন দিব্যি কেউ কোনো দিন দেয় নি ,
আমতলা জামতলা হয়ে তোমার যাওয়া চোখ এড়িয়ে যায় নি ,
অনেকটা ঘুরে ঘুরে সম্মান বাঁচানোর মরিয়া ভাবনায়
কি কি বেঁচেছে তোমরাই জানো ।
দুর্গা লক্ষ্মীর দাওয়া ছুঁয়েই তবু তো যেতাম , ওদের খিলখিল
ওদের গোঙ্গানো ব্যথা শুনে শুনেই চায়ের কাপে
তেজপাতার গন্ধ পেয়েছি । গন্ধরাজ ফুলের ঘ্রাণ
ভেসে বেড়ায় দেখেছি নর্দমার নোংরা মাখা শব্দের পাশে ,
দেখেছি কিছু কিলবিলে কীটের ঘোমটাঢাকা মুখ ।