হেই কবিতা -
তোকে এখন খুব ঘেন্না করি রে
তুই যেমনটা ঘোমটা খুলে
অবাধে নাচাতে পারিস তোর নাম
অমনটা পারে না
যে মেয়ে দেহের ব্যবসা করে সেও
ক্ষিদের জ্বালায়


হেই কবিতা-
তোকে এখন খুব ঘেন্না করি রে
তুই যেমনটা অবাধে কাঁচুলি খুলে
অবাধে নাচাতে পারিস তোর দাম
অমনটা পারে না
যে মেয়েটা দেহ নিয়ে দাঁড়ায় সেও
পথের লালায়


হেই কবিতা-
তোকে এখন খুব ঘেন্না করি রে
তুই কেমন আঁচল খুলে
অবাধে মুছে দিতে পারিস তেলের চেয়ার
অমনটা পারে না
যে মেয়েটা  উলঙ্গ হয় সেও
পয়সার লোভে


হেই কবিতা-
কবিবেশী তোকে এখন ঘেন্না করি রে  
ঐ মেয়েটা  চরিত্রবতী বেশী
তোর তুলনায়
সে নাহয় দাঁড়ায় খদ্দেরের আশায়
তুই কিসের লোভে নিলাজ হলি
হেই কবি ছিঃ
তুই আর শোধরাবি কবে !