যে দিক পানে আমার ঘর-
আকাশ কেঁদে ভাসিয়ে দিলে পর
অবুঝ আলো খিলখিলিয়ে ওঠে
দাবানল ছড়িয়ে পড়ে ঘরের ভেতর
কালো দিঘির জলে গ্রাম্য বধূ উপত্যকায়
হিমেল রাতে পুরনো জামের ডালে  বা
পানকৌড়িরা উড়ে যায় চাঁদরঙ্গা জলে -


যে দিক পানে আমার ঘর-
গাছে গাছে কথাবলা রাত্তির যামিনী রায়ের ছবি
ভঙ্গিমায় গলি গলি নিশিডাকের কাজ
তখনো বিছানো নদী পাড়ে জলকন্যা বাড়ি
নাকছাবি নেড়ে বাছে চালের কাঁকড়-


এইসব দেখেশুনে থাক্ সব পড়ে থাক্
তুই একদিন নাকবি বদ্ধ উন্মাদ হবি !
দেখেশুনে থৈ থৈ কানায় কানায় বাঁক !