হাঁটুর উপর কাপড় তুলে হাঁটছে যখন
ফাটা পা বেরিয়ে পথ মেপে নিচ্ছে তার
ভারাক্রান্ত নিতম্ব পালকি-সুরে মাতালো ভুবন
স্বপ্নে দেখা রাজকন্যে খালি মুড়ির টিন বগলে
জোছনা এড়িয়ে নদীর পার ধরে
শিকড়ের খোঁজে এক বৃষ্টিভেজা রাত্তির
একবুক ফসলের ঘ্রাণ ছড়িয়ে
ধানের ক্ষেতের ঠোঁটে
ফেলে আসা সুগন্ধী সকাল
আজ আর সাতে-পাঁচে নেই কেউ
ভাগের আগে আগে বেরিয়ে পড়েছে
ওরা বেরিয়েছিল ধামাচাপা তাপ বুকে নিয়ে
শ্মশানের মরণের পথ ধরে রঙ্গিলা স্বপ্ন ফেলে
বানের জলে ভেসে যাবার স্রোত আঁকড়ে
শান্তিমাসিকে কতবার ছুঁয়ে গেছে হাহাকার
কবেকার কোথাকার সে
কোন সে ধল্লার ধারে বাস
এই প্রশ্নগুলো বাক্সোপ্যাঁটরায় থামিয়ে
পেছন দেখার সময় হাতে নেই
সামনে হরিহর পশ্চাতে সর্বজয়া
দুর্গাদিদি রয়ে গেল বুড়িগঙ্গার তীর
আমতলা জামতলা করমচার চোখরাঙ্গা মাচা
কিসের ডাকে কোথায় গেল শান্তিমাসি কোন মনে
কোন যুদ্ধে জানা হয় নি আমার -