তোমার বেলা এখন আকাশ ছুঁয়েছে বোধহয়
শ্রাবণের মেঘে মেঘে খোপায় ধরেছে কাশফুলের রং
তুমি কি আছো শান্তিমাসি এপারে
বা ওপারের শেকড়বাকড়ে
বদলে গেছো কি তুমিও
তুমি কি জানো এখন দিনও বদলে গেছে অনেক
ঝরে গেছে বিষ-খাওয়া ধান
হাওয়ায় গান আসে না আর
বর্ষাতেও ভিজে ওঠে না মন
গঙ্গা ধরে হাঁটতে হাঁটতে এখন আর পৌঁছে যাবে না
জোছনাঢালা পদ্মাপারের কোন মন-ভালো-করা নৌকায়
তুমি কোথায় আছো এখন
টেমসের ধারে
ইউফেট্রিসের পাশে মায়ার দেশে
বুড়িগঙ্গার কাদামাটিতে  
নাকি এখনো পুরনো সেই ধল্লার বাতাস গায়ে মেখে
একা উদাসীন
তোমাকে পাই না কোথাও আর
পাই না ফসলের ঘ্রাণ ছড়ানো ধানের ক্ষেতে
বা বৃষ্টিভেজা রাত্তিরে
এখনই যে আমার বেশি করে চাই সুগন্ধী সকালে
তোমার বুকঢালা সেই উত্তাপ -