অঙ্গাঙ্গী পুরুষ ও প্রকৃতি
কোমল সরোবর এখন ভারী শ্রাবণের যুবতি
জলের ভেতর চাঁদ বৃষ্টির মতন টপ টপ
টপ টপ


জীবনকে অবগাহন করতে দেখি


ঘুমিয়ে পড়ে প্রেম পাতার বুকের উপর
রুপালী ছড়িয়ে যায় অমোঘ
কাজলী সন্ধ্যায় শুকসারি আর শিশিরের জন্ম


ব্যথা জাগতে শুনি চাতকের ঠোঁটে
নদীর পাড় ভাঙ্গতে থাকে বেগতিক
অন্য দিকে অন্য পাড়ে আবার কোন সুসময়ে
জাগবে বলে  


জীবনকে বারংবার অবগাহন করতে দেখি
দেখে দেখে বোবায় ধরে যায় অন্তর