মানস থেকে ফেরার পথে -
অনেকগুলো পাখির সাথে দেখা হয়েছিল -
আতার মতন মুখ অধরোষ্ঠ বুক
শিমুলফুল গাল চন্দনার ঠোঁট তার
ঘরমুখী পালকের আঁড়ালে সন্ধ্যামালতি হাসে
বিনিদ্র রজনীতে ঝর্ণায় নামে শরাব


চিঠি চলে যায় রাতে আনাচে কানাচে
চুলে বাঁধা মেঘলা খামের ভিতর
শরীর-এলানো পথের উপর পা ফেলে গেছে
নরম চাঁদের খয়েরী আঁধার


যদি থেকে থাকে কোথাও স্বর্গলোক
তবে তা এই
এখানেই -
সবুজ জানালার গালিচায়
নরম কচি ঘাসে
বুকের মাঝে
মনের ভিতরটায় -
তা এই ভালোবাসার দাগ -
এখানেই অবহেলায় শুয়ে আছে গা বিছিয়ে কতকাল -