যে লোকটা দেখে এসেছে নিরন্ন আকাশ
খুঁজে পায় নি কোনদিন একটুকরো ধ্রূবতারা-মেঘ যাপন
টুকরো-টাকরা টালির ফাঁকে আজ এই শ্রাবণ
স্বপ্নের বর্ষা তার ঘরে এনেছে অবিরাম বাদল -


যে লোকটা ধোঁয়াসায় ভরিয়েছে ভবিষ্যত
জোটে নি একমুঠো মেঘ-রঙ্গা সোনালী স্বপ্নমাখা দিন
আজ সারা রাত তার ঘর বেয়ে বাদলের অবিরাম শোধ ঋণ
কাল সারা রাত আজ সারা দিন ধুয়ে দেওয়া ধারাপাত
স্বপ্নের বর্ষা তার ঘরে এনেছে অবিরাম মাদল -


যে লোকটা স্যাতস্যাতে কাথায় বর্ষা দেখেছে আজীবন
ভেজা চোখের নিচে দেখেছে ক্ষরার স্বপ্ন ক্ষরণ
জোটে নি একমুঠো মেঘ-রঙ্গা সোনালী স্বপ্নমাখা দিন
আজ সারা রাত তার ঘর বেয়ে বাদলের অবিরাম শোধ ঋণ
                                 -  অবিরাম শোধ ঋণ !
  


                        ( বরষার আয়োজন )