এক খন্ড ছিন্নভিন্ন মাংসের সমাহারে
কালোয় কালো পিচ্ছিল স্বর্গের পথ
সাদা চোখে হায়নার বিকট উত্তাপ
রক্তের তখন রং কেমন !
বা
কাঠের উপর কাঠ ধরনীর মতন চাপ
কিংবা মাটির উপর  মাটির মত ভার
ঝাঁক ঝাঁক শিকারী চিলের শ্যেনদৃষ্টি মন
যতই ফাটাই বুকফাটা আর্তনাদ -


আর্তনাদে রক্ত কি কখনো লাল হয় !


হয় না , হয় না বন্ধু -
শুধু প্রেমেই তা হয়েছে এতকাল
জেনে রাখো আজও তাই হয় !