হদ্দ বোকা না হলে গরাদের শিক ধরে
এমন উলঙ্গ দাঁড়িয়ে থাকে কেউ
কেমন সুখী সুখী মুখে কোলে পিঠে বাচ্চা নিয়ে
বেড়াতে এসেছে একদল বাঁদর
এককোণে ছায়ায় বসে বিশাল স্যান্ডউইচে
কামড় বসাচ্ছে এক কালো লোমশ ভল্লুক
সিংহের চলনটাই যেন অন্যরকম
কেমন মস্তান মস্তান
চড়-থাপ্পরের ভয়ে বুনো কুকুর আর হায়নাগুলো
পথ ছেড়ে দাঁড়িয়ে পড়েছে
নিরাপদ দুরত্বে
হনুমানের একটা দল খুব পাজির মতন
বাদামের খালি খোসা ছুঁড়ে দিচ্ছে খাঁচার ভিতর
কাঠি করে যাচ্ছে অনবরত পেছনে
সেই খোলার পর থেকে এক খচ্চর শিম্পাঞ্জি
বস্তি থেকে আসা একটা অসভ্য ভোটা
বেহায়ার মতো লেগে আছে এক ভুটির পেছন
মানুষখানার গরাদের ভেতর থেকে
জুল জুল চোখে তাকিয়ে আছে
কয়েকটা হদ্দ বোকা জানোয়ার !