উত্তরে যায় কেউ বনের ভেতর মনের খোঁজে
দখিনদুয়ারী ঘর খুলে কেউ সমুদ্রের বাতাস খায়
তুমি যদি পশ্চিমে চাঁদের ডাকে সাড়া দাও
আমি তবে পুব আকাশে সূর্য খুঁজি একান্তে
তা হোক দরজাটা তো একদিকেই স্থির অবস্থানে


তবে কেন বেড়াল গেল ঘর তো
লাঙ্গুল তুলে ধর


ভ্রমর গুনগুনিয়ে  ফুলবনে তোলে ফুল
বাড়ি মাত করে একা শালিকের দল
তুমি একা বাড়তে বাড়তে পুঁইডাটার ডগা
আমি উঠোন জুড়ে শিউলি ছড়িয়ে রই
তা হোক দরজাটা তো একদিকেই স্থির অবস্থানে


তবে কেন বেড়াল গেল ঘর তো
লাঙ্গুল তুলে ধর


বুঝে নাও তোমার যা বোঝার
বোকারা তো স্বর্গই চাই হে
কেন খুঁজি নরককুন্ডের দ্বার বারবার
কে জানে !