আমার ২২/০৭/২০১৪ তারিখের কবিতায় যে কবিবন্ধুরা বা কবিতাবিলাসীবন্ধুরা এসেছেন , প্রথমেই তাঁদের সকলকে আমার শ্রদ্ধা ও শুভেচ্ছা জ্ঞাপন করছি । এখনও পর্যন্ত মোট ৫৮ বার কবিতাটি পঠিত হয়েছে , এর অর্থ ধরে নিতেই পারি কমবেশী ৪০ থেকে ৫০ জন সেটি পাঠ করেছেন । কিন্তু দেখুন মন্তব্য মাত্র ১৪ টি ।
বুঝতে পারছি না , কবিতাটি অধিকাংশ পাঠকের মানে পৌঁছাতে পারে নি , নাকি অধিকাংশ পাঠক কবিতার মানে পৌঁছতে পারেন নি ।
যারা কবিতা লেখেন তারা জানেন , কবিতা পাঠ করিয়ে কি আনন্দ । ব্যবসা করার জন্য কেউ কবিতা লেখেন বলে আমার মনে হয় না ।
কবি যদি বাজার করতেও বেরোন , তো সঙ্গে কবিতা থাকে বলে শুনেছি। পারলে রাস্তায় কাউকে ধরে একটু পড়িয়ে দেন জোর করে ; কবিতার গুঁতো দিয়ে ছাড়েন । এতেই কবির সুখ । আর আক্রান্তরা পালিয়ে বাঁচেন ।
প্রথম সারির কবিরা কেটে পড়ছেন কি কারণে , আমরা কি একটু ভাববো না !