এক দীর্ঘ পথের শেষে
কে জানে যেদিকে তাকালে চোখ
শুধু ধুসর দিগন্ত খুঁজে পায়
খুঁজে পায় কিছু জলরঙ্গা মরা বিকেলের ঘ্রাণ
আর কটা মোড় বাকি আছে উড়ু উড়ু বেলার
সেই সকালে যখন
পুব আকাশে রঙ্গের মেলার সবে শুরু
বুকভরা ঠান্ডা পানীয় ছোঁয়ায় বানভাসি প্রাণ
কিছু হিমেল বাতাসে
চটকা সবুজের হাতছানিতে ভাঙ্গে সুখের নির্বোধ ঘুম
এক মটকা মোড় এসে সামনে দাঁড়ালে
কখনো পাড় ভাঙ্গার আওয়াজ
খোলা ভাটিয়ালির মন-কেমন রাত কখনো
নিশিপ্রহরে ভেতরে বাজে শেয়ালের ডাক
এই পথ সরে যাও এখন এগিয়ে যাওয়ার ধুম
যুবতীর যৌবন বৌটির জলে ভেসে ডাকলে
থাক সব পড়ে থাক
আয় ভেসে যাই ভালোবেসে যাই অজানা ঠিকানায়
সামনে দুরন্ত মৌবন খেয়া হয়ে আছে অচেনায়
কিছু মোড় আরও সামনে এসে দাঁড়ালে
একেকটা মোড়ে ফেলে এসেছি শত চুম্বন
বিষন্নতা আলোড়ন আনন্দ উল্লাসের বেশে
কে জানে এই দীর্ঘ পথের শেষে
আর কত মোড় না জানি বাকি রয়ে গেল !