চল্ সুন্দরী বিল বরাবর নিরিবিলি
বসি রোজের উজ্জ্বল হলদে বিকেলে
একান্ত গোপন একান্ত আপন যাপনে
ভেজা পাড়ের ঘাসগুলো একা গালিচায়
ছোঁয়াচ বাঁচিয়ে লম্বাটে অনেককাল
চল্ সুন্দরী বিল বরাবর নিরিবিলি
বসি কোন মেঘলা চাঁদনী দিনের ঈশারায়
স্বপ্ন চাষ করি আসমানী গভীরতা মেপে
ঢেউ গুণেই নইলে কেটে যাবে কত কাল
লম্বা ঘাসে পড়ে থাকা দু'খানা তীক্ষ্ণ দাগ
কবিকে তাড়িয়ে বেড়াবে অস্পষ্ট ভবিষ্যত
আকাশ-বাতাস-জোছনা কবির আজীবন
বসবো মুখোমুখি আমরা চোখে চোখে
দেখবো আমি তোর কমলা-কোয়া ঠোঁট
চিরহরিত তাল-খোঁপার মহুয়া মহুয়া ঘ্রাণ
ধাপচাষে সযত্ন-লালিত অঘ্রানী ফসল
বঙ্গোপসাগর হারায় তোর কাজলী তারায়


কবির তো অনেক ধন অনেক সম্পদ
আমার শুধু তুই দশদিকে তোর অবস্থান
সে যখন বিশ্বজুড়ে খোঁজে তোর সত্ত্বা
আমি নাহয় তোর মধ্যেই বিশ্বকে খুঁজি !