তখন মধ্যরাতের চাঁদ একা সবে হয়েছে ম্লান
হাজারো হারানো মেঘের ঢেউএর জানালায় স্নান
বেবশ লতা-গুল্ম লতিয়ে কখন সমুদ্রের ভিড়ে
রাতের অন্ধকার পাক খেয়ে খেয়ে ওঠে তীরে
সারাদিন বসেছিলেম বারান্দায় রামধনু জড়িয়ে
তারায় তারায় ফেলে আসা অবুঝ হাত বাড়িয়ে
কেউ তো আসে নি তখন মেঘ রোদ্দুর নাড়িয়ে
তখনই নির্জন নিরালা নির্বাক এই লতার নীড়ে
নাটোরের বনলতা যৌবনের নিরুপমা  নীরারে
রেখেছি জানালায় যেখানে খড়খড়ি সবুজের মাঝে
বিপন্ন বিষন্ন রাতের এক এক শূন্য বিকেল বাজে


বাজে ঠিক আজও
প্রকৃতি তুমি সাজো
সুখ-স্বপ্ন দেখা অভিমানের অনিদ্রার বশংবদ এ রাতে
থেকো অপেক্ষায় দেখা হবে স্বপ্নালু বরফ কোন প্রাতে