ধারালো নাকের কাছে অদূরে
পুড়ে পুড়ে সিগারেট ভস্ম অনুভূম
ভালোবাসার উচ্চারণগুলোও
কাঞ্চন রং ছড়িয়ে রাখা  
সমুদ্রসৈকতে দেখা দিশাহীন পাগল
তবুও ঠোঁটের প্রেমিক চাপে সিগারেট পোড়ে
পোড়ে প্রেয়সীর নাম-ধাম সব অলিগলি
গল গল ধোঁয়ায় ঝল্সানো বসন্তে
দাগে দাগে দাগ মোছানোর দগ্ধ বাসনায়
নিজেই নিজেকে আমূল দগ্ধ করে
অবুঝ প্রেম


শেম্ প্রেম তোমাকে অজস্র শেম্  
      
*  ০৪/০৯/১৯৯৪