(স্থান - কোন এক অফিসচত্তর , এদিক ওদিক ভিড় । কেউ কেউ আড্ডায় মত্ত । পুরনো বন্ধুর সঙ্গে দেখা আরেক পদ্যকার বন্ধুর ।)
বন্ধু - আরে , কেমন আছো , আজকাল খোঁজ পাই না কোন ।
কবি - এই নানা কাজে অকাজে ব্যস্ত থাকি । খোঁজ রাখি তোমাদের , তবে কিনা দেখা হয় না ।
বন্ধু - আমরা বুঝি কাজ করি না  !
কবি - তোমরা তো কাজ করো । আর আমি , ঐ যে বল্লাম , অকাজ করি (হাসি ) ।
বন্ধু - ও তুমি তো আবার লেখালেখি কর । তা কি লিখলে ?
কবি - এটা নাও , পড়বে ( ঝোলা ব্যাগ থেকে একটা লিটল ম্যাগ হাতে বাড়িয়ে ) ।
বন্ধু - (হাতে নিল , উল্টে পাল্টে সামনে পেছনে দেখে ভেতরের পাতা উল্টালো ) ওহো , কবিতার বই । বেশ বেশ । আমি কিন্তু কবিতা পড়ি না ।
কবি - কেন ? (অবাক)
বন্ধু - ও আমার ভাল লাগে না । পাঠ্য বইয়েরগুলোই পড়ি নি । (একটু থেমে ) তুমি আবার রাগ করলে নাকি! আমি ভাই যা সত্যি তাই বল্লাম ।
কবি -আহা , রাগ করবো কেন । বরং স্পষ্ট কথা শুনে আনন্দ পেলাম । অপাত্রে দান করতে হোলো না । ফিরিয়ে নিতে নিতে ) বইটি বাঁচলো , আচ্ছা আসি , আবার নিশ্চয় দেখা হবে ।
( বন্ধু বোকা বোকা ভাবে চেয়ে রইল কবিবন্ধুর চলে যাওয়া পথের দিকে ) ।


পাদটীকা :- বন্ধু একজন লম্বাচওড়া রাজনৈতিক ব্যক্তিত্ব ।