আরও এক বন্ধুর অকালমৃত্যুতে -


কী এমন তোমার তাড়া ছিল যাবার
বন্ধুরে কাছে আসার ডাক দিয়ে আবার
চলে গেলে । কখনো সে আসবে বলে
অসুন্দরের পাশে চাঁদপানা পদ্ম হয়ে মৃণালে
কাটিয়ে গেলে কটা দিন , অতি সামান্য ক্ষণ ।
কেন ঈশ্বর কার ভুলে তোমায় করে নির্বাচন ।
কোন ঈশ্বর বুদ্ধি শুষে নিল কে কাড়ল বায়ু
কে ছিনে নিল তোমার অসময়ে উজ্জ্বল স্নায়ু ।
কত বর্বর তো বেঁচে এখনো বহাল তবিয়তে ,
কত দুর্জন কুকর্ম করে চলেছে অনন্ত দুহাতে ,
মহান ঈশ্বর কি তাদের ছুঁতে সত্যি ভয় পান !
তোমরা যারা ফুল ফোটাও গাও সুন্দরের গান ,
যারা কবিতায় ছড়িয়ে দিয়ে যাও সুন্দর স্বপ্ন ,
যারা প্রেমে সুন্দরে কবিতায় আর ঈশ্বরে মগ্ন ,
যার সুকন্ঠে অবস্থান করেন রবীন্দ্রনাথ আর সুর ,
এ বড় ভুল ঈশ্বরের তাই তুমি গেলে বহুদূর !