কিডনিতে প্রস্তরখন্ড ,
নাকি গলব্লাডারটা জ্বালাচ্ছে দিন রাত ,
ইসোফেগাসে কাকঁড়াবিছের জন্ম ,
বা মাড়ির নিচে নতুন মাংস মন্ড ,
হোক না ভয় কি জন্য
আমি তো আছি ,স্ক্যালপেল আছে
আছে ফরসেপ , দুদন্ডেরই তো বাত ;


রেক্টামে মুশকিল ,
নাকি ফিস্চুলায় একদম নাজেহাল ,
পাকস্থলীর চারপাশে বিপজ্জনক চিহ্ন ,
বা ভালভের ফুটোতে বেদম অলিন্দ
হোক না ভয় কি জন্য
আমি তো আছি , ফরসেপ আছে
আছে স্ক্যালপেল , সামান্যই তো কাল ;


তবে বলে রাখি আগে ,
সব কাজেই রোগীর পায়ু লাগে ,
কারণ -
সবেতেই পায়ু দিয়ে স্ক্যালপেল ফরসেপ
গ্রে ম্যাটার তক পায়ু দিয়েই চিকিত্সা স্রেফ্
এ দেশে এখন মুখ খোলা নাকি বারণ !