রানীর গ্রীবা যেমন
অধর পেকে আছে
যেন করমচা
উদ্ধত বক্ষ থেকে নিতম্বদেশ
হেঁটে যায় মাধুরী মরণ
খোঁপায় থোকা আলতা দোদুল্যমতী


তবু
মাধবী তোর গায়ে
অমন নিরীহ নিরীহ কাঁটায় শুধু ক্ষতি


বর চেয়ে নে
একবরে অধর তোর লাল লঙ্কা হবে
খোঁপা ভরবে বিছুটি ফুলে
পুরুষ পুরুষ কাঁটায় জড়িয়ে নে
প্রতি হিন্দোলে আপাদমস্তক
তবেই তোর আরাম তবেই না শান্তি