শৈশবঃ
খোকা ঘুমালো পাড়া জুড়ালো
বর্গী এল দেশে
বুলবুলিতে ধান খেয়েছে
খাজনা দেব কিসে


বাল্যঃ
কারার ঐ লৌহ কপাট,
ভেঙ্গে ফেল কররে লোপাট,
রক্ত জমাট শিকল পূজার পাষান-বেদী ।


কৈশোরঃ
নয়ন সরসী কেন ভরেছে জলে
কত কি রয়েছে লেখা কাজলে কাজলে


যৌবনঃ
চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য ;


প্রৌঢ়ত্বঃ
ক'ফোটা চোখের জল ফেলেছো
যে তুমি ভালবাসবে


বার্ধক্যঃ
পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়
ও সে চোখের দেখা প্রাণের কথা
সে কি ভোলা যায়
আয় আরেকটি বার আয় রে সখা
প্রাণের মাঝে আয়


(স্বীকারঃ বিশেষ বিশেষ পংক্তি শ্রদ্ধেয় কিশোর কুমার ও মান্না দে কর্তৃক গীত সঙ্গীত , প্রাচীন ছড়া , কবি জীবনানন্দ , কবি নজরুল ও কবিগুরুর রচনা থেকে উদ্ধৃত )