পঞ্চরঙ্গীর মাথায়
এক তীক্ষ্ণ প্রস্তরে
শান দিয়েছিলেন প্রজাবত্সল রাজা
ভাস্কর শ্রীধরের বাটালি ছেনিতে লেখা
শ্লোক আজও বহু প্রজার মনে খোদাই
'পশুপ্রাণীর প্রতি নিষ্ঠুরতা দন্ডনীয় অপরাধ'


সে পাথর আর নেই
উর্ধমুখী অট্টালিকার ভিড়ে
সেখানে কসাইয়ের দোকানে
পড়ে থাকে রক্তাভ কাঠ
ঝুলন্ত নগ্ন শরীরের দিকে তাকিয়ে
পাঠা আর মোরগগুলো
রাজার কথা হয়তো ভাবে  


হয়তো ভাবে
সে রাজাও নেই সে বেদও নেই আর -