প্রত্যেকটি নামের একেকটি রং থাকে
প্রতি জোছনায় থাকে নতুন নতুন উচ্ছ্বাস
ঝিঁ ঝিঁ ডাকের এক উষ্ণ রোমাঞ্চ
চুপিসারে জড়িয়ে ধরে আঁধার বরফ
ঘাসের ডাক মৃত্তিকার অশেষ উল্লাস
নিঃসঙ্গ দ্বিপ্রহরের ঘাটে জলের শীত্কার
সিক্তবসনা বর্ষার আনন্দ লহরী
আমপাকার শব্দ সকলে পায় না
কুঁড়ি থেকে কুসুম হয়ে ওঠার স্বরাগম
প্রত্যেকটি শব্দের নিজস্ব অর্থ থাকেই
কেবল শুদ্ধ মন চাই বোঝার জন্যে ।


( আর ১০০ হলেই ফোর টুয়েন্টি !)